কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় ও এর আওতাধীন অডিট অধিদপ্তরের অডিটর পদে লোক নিয়োগের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে । সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অডিটর ১১তম গ্রেডের পদের এমসিকিউ পরীক্ষা ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২২ অক্টোবর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীতে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার প্রবেশপত্র, কেন্দ্রের নাম ও আসনবিন্যাস কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট (www.cagbd.org) এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা প্রবেশপত্রও এই দুই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ।
