বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিম পরীক্ষার রুটিন ২০২১ প্রকাশ করেছে। এ বছরের আলিম রুটিন ০৩ অক্টোবর ২০২১ তারিখ প্রকাশিত হয়। এতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে বলা হয়েছে। করণা ভাইরাসের কারণে দীর্ঘ এক বছর সকল প্রকার প্রাতিষ্ঠানিক পরীক্ষা বন্ধ ছিল। সে কারণে আলিম পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত হয়নি। তবে করনো ভাইরাসের প্রকোপ কমায় এবার আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। আলিম রুটিন টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অফিস হতে প্রদান করা হয়েছে।
আলিম পরীক্ষার রুটিন ২০২১ নিম্নরুপ

আলিম পরীক্ষার রুটিন বর্ণিত বিশেষ নির্দেশাবলিঃ
১। কোভিড়-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
৩। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪। পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
- MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনাে বিরতি থাকবে না।
সকাল ১০.০০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল ০৯.৩০মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী (OMR) শীট বিতরণ। সকাল ১০.০০টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ।
সকাল ১০.১৫মি. বহুনির্বাচনী উত্তরপত্র (OMR) শীট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।
৫। পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে।
৬। পরীক্ষার্থীগণ নিজ নিজ উত্তরপত্রের (OMR) শীটে তাদের রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়ােজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭। ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতা (নােট বুক) এর অংশে পৃথকভাবে পাস করতে হবে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা (নােট বুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৬/১২/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতা (নােট বুক) এর নম্বর বাের্ডের ওয়েবসাইট www.ebmeb.gov.bd) থেকে eCIS-Center Information System এর মাধ্যমে অনলাইনে প্রেরণ করবেন।
৮। প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশনকার্ড ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং এনালগ ঘড়ি সাথে রাখতে পারবে। প্রােগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।
১০। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিচার ফোন (স্মার্ট ফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কেউ মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মােবাইল ফোন আনতে পারবেন না।
১১। সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।