গ্যাস ট্রান্সমিশন কোম্পানির লিখিতের সূচি প্রকাশ করা হয়েছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৫টি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে। মঙ্গলবার পত্রিকায়এক বিজ্ঞপ্তি দিয়ে এ সূচি প্রকাশ করা হয়েছে।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানির লিখিতের সূচি প্রকাশ এ উল্লেখিত তারিখ ও বিস্তারিত নিচে উল্লেখ করা হলোঃ
- বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (সাধারণ), উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার সায়েন্স) পদের লিখিত পরীক্ষা ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- ইতিমধ্যে আবেদনকারীদের মুঠোফোন নম্বরে লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় উল্লেখ করে খুদে বার্তা পাঠানো হয়েছে।
- এ ওয়েবসাইট https://gtcl.org.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
- অবশ্যই মাস্ক পরিধান করে হলে প্রবেশ করতে হবে।