ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি উপসহকারী পদের লিখিত পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। আজ ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবারে এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে ডিএসইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা ১৩ নভেম্বর বেলা ৩টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর সূত্রাপুর ঢাকা মহানগর মহিলা কলেজে পরীক্ষা নেয়া হবে এই ডিএসসিসি’র চাকরির পরীক্ষা। পরীক্ষার প্রবেশপত্র আজ থেকে ওয়েবসাইটের মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন । কোনো সমস্যা হলে ১২১ নাম্বারে কল করতে বলা হয়েছে ।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর অবশ্যই কোভিট-৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মাস্ক ছাড়া কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।