প্রবাসীকল্যাণ ব্যাংকের অফিসার পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

প্রবাসীকল্যাণ ব্যাংকের অফিসার পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ ইতিমধ্যে করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে প্রবাসীকল্যাণ ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সূচি ও তালিকা প্রকাশ করা হয়।

এ পদের লিখিত পরীক্ষা আগামী ২ নভেম্বর বেলা ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ ও কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। ২ ঘণ্টাব্যাপী দুই শ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র দিয়েই লিখিত পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
  • চেকিং কার্যক্রম সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
  • সবাইকে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।

Leave a Comment