প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার পদের পরীক্ষার সূচি প্রকাশ

প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার পদের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার পদের পরীক্ষার সূচি প্রকাশ এ উল্লেখিত তারিখ ও সময়:

  • অফিসার পদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
  • রাজধানীর ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দিন বেলা ৩ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
  • পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের এ ওয়েবসাইটে ( https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে।
  • প্রার্থীরা পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
  • প্রার্থীদের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
  • কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে।