সাত ব্যাংকের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ

সাত ব্যাংকের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’–এর ৭৭১টি পদে নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আগামী ৪ নভেম্বর বেলা ৩ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার দুই সিটি করপোরেশনের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন। ইতিমধ্যে যারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাঁরাই পরীক্ষা দিতে পারবেন।

পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। কোনো প্রার্থীকে প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। প্রার্থীদের কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে। প্রবেশপত্র ছাড়া ক্যালকুলেটর বা অন্য কোনো ডিভাইস নিয়ে হলে ঢোকা যাবে না।

পরীক্ষা কেন্দ্রের তালিকা দেখা যাবে: এ লিংকে

(https://erecruitment.bb.org.bd/career/oct192021_bscs_129.pdf)


Leave a Comment