About Circular All

circularall.com একটি বাংলা ভাষার ওয়েবসাইট। বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ প্রতিবছর সরকারের সকল প্রশাসনিক ও সেবামুলক কার্যক্রম পরিচালনার জন্য অনেক কর্মী নিয়োগ করে থাকে, সেই কর্মী নিয়োগের জন্যে বিভিন্ন দপ্তরে, বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করে থাকে। সরকারি চাকরির প্রার্থীদের সব সময় সরকারি বিভিন্ন বিভাগের নিয়োগের তথ্য পত্রিকা বা ওয়েবসাইট হতে জানা সম্ভব হয়না অথবা, জানলেও অনেক সময় ব্যায় করতে হয়। আমারা এই ওয়েব সাইটের মাধ্যমে সেই সকল চাকরি প্রার্থীদেকে একত্রে সারকারি সকল নিয়োগ সাংক্রান্ত তথ্য প্রদান করার চেষ্টা করছি। আমরা বাংলদেশ সরকারের চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যে নজর রাখি এবং সবার আগে আপনাদের নিকট পৌছে দেই।

চাকরির খবর ছাড়াও চাকরির পরীক্ষার সময় সূচী, চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাছাড়া শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে থাকি আমাদের এই ওয়েব সাইটে। যা আপনাদের তথ্য খোজাখুজির কষ্টকে লাঘব করবে এবং আপনাদের মূল্যবান সময় বাচাবে।

আমি কেঃ ASLAM PATWARY (আছলাম পাটওয়ারী)

আমার নাম আছলাম পাটওয়ারী, আমি বাংলাদেশের রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার একজন বাসিন্দা। আমি বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট হতে কম্পিউটার বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী গ্রহন করেছি। অতপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ক্লাস শুরু করি এবং পাশাপাশি একটি সনামধন্য বিশ্ববিদ্যালয়ে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করি। বর্তমানে আমি আমার নিজস্ব প্রযুক্তি সেবা প্রকানকারী প্রতিষ্ঠানে কর্মরত আছি।

নামASLAM PATWARY
ওয়েব সাইটCIRCULARALL.COM
ফেজবুক পেজ লিংকhttps://www.facebook.com/circularall