পিএসসির পরীক্ষার্থীদের টিকা নেওয়ার পরামর্শ | Advice for PSC candidates to get vaccinated

Advice for PSC candidates to get vaccinated: পিএসসির পরীক্ষার্থীদের টিকা নেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। করোনার নতুন ধরন অমিক্রন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হারও বাড়ছে। এমন পরিস্থিতিতে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞাপিত যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের আগে করোনাভাইরাসের টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। টিকা গ্রহণের সনদ বা প্রমাণপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে। আজ রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।

পিএসসির পরীক্ষার্থীদের টিকা নেওয়ার পরামর্শ, বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিস্তারিতঃ


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার বিস্তার ঠেকাতে চলাচলে বিধিনিষেধ আরোপসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুর্ণ রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞাপিত যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

(Advice for PSC candidates to get vaccinated) পরীক্ষার সময় করণীয়ঃ

  • টিকা গ্রহণের সনদ পরীক্ষার সময় অব্যশই সঙ্গে আনতে হবে।
  • পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা গ্রহণের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে উল্লেখিত বিজ্ঞপ্তিতে।

Leave a Comment