Bangladesh Bank publishes exam admission schedule: বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দশম গ্রেডের ”অফিসার (ক্যাশ)” পদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড করার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সূচি প্রকাশ, বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিস্তারিতঃ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”অফিসার (ক্যাশ)” পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে।
(Bangladesh Bank publishes exam admission schedule) প্রবেশপত্র ডাউনলোড করার সময়ঃ
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ৬-২৮ ফেব্রুয়ারির ২০২২ এর মধ্যে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। যেসব প্রার্থীর আবেদনপত্রে ভুল আছে, তাঁদের মুঠোফোনে ভুল উল্লেখ করে খুদে বার্তা পাঠানো হয়েছে। আবেদনপত্রে ত্রুটিযুক্ত প্রার্থীরা ১০-১৪ ফেব্রুয়ারির ২০২২ এর মধ্যে ভুল সংশোধন করে ১৬-২৮ ফেব্রুয়ারির ২০২২ এর মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষা বিষয়ক নির্দেশনাঃ
- পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
- নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।