CU Admission Circular 2020-21: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ প্রকাশিত হয়েছে।২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সকল ইউনিট/উপ-ইউনিটে বিভিন্ন কোটায় উত্তীর্ণ
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার বিষয়ক বিজ্ঞপ্তি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ (CU Admission Circular 2020-21) এ উল্লেখিত বিস্তারিত তথ্যঃ
বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে সকল (A, B, C ও D) ইউনিট এবং (B1 ও D1) উপ-ইউনিট এর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি নিম্নের সময় ও তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে।
১। কোটার নামঃ মুক্তিযােদ্ধা ও মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযোেদ্ধাদের পুত্র/কন্যা (FFQ1)।
সকালঃ ১০:০০ টা, ০৪ জানুয়ারী ২০২২।
স্থানঃ ব্যবসায় প্রশাসন অনুষদ। অডিটোরিয়াম, চ. বি.।
কোটার নামঃ অ-উপজাতি (NTQ) দুপুর ১২:০০ টা।
২। কোটার নামঃ ওয়ার্ড (WQ)।
সময়ঃ সকাল ১০:০০ টা।
তারিখঃ ০৫ জানুয়ারী ২০২২।
স্থানঃ ব্যবসায় প্রশাসন অনুষদ।
৩। কোটার নামঃ দলিত জনগােষ্ঠী (DQ)।
সময়ঃ সকাল ১১:০০ টা । (বুধবার)।
স্থানঃ অডিটোরিয়াম, চ, বি. ।
৪। কোটার নামঃ শারীরিক প্রতিবন্ধী (PCQ)।
সময়ঃ সকাল ১১:৩০ টা।
তারিখঃ ০৬ জানুয়ারী ২০২২।
৫। কোটার নামঃ নৃ-গােষ্ঠী (উপজাতি) (TQ)।
সময়ঃ সকাল ১০:০০ টা (বৃহস্পতিবার)।
৬। কোটার নামঃ অনগ্রসর ক্ষুদ্র নৃ-গােষ্ঠী (SEGQ)।
স্থানঃ ব্যবসায় প্রসাশন অনুষদ অডিটোরিয়াম, চ. বি.।
৭। কোটার নামঃ বিকেএসপি (BKSPQ) ও পেশাদার খেলােয়াড় (PPQ)।
সময়ঃ দুপুর ১২:০০ টা।
কোটায় উত্তীর্ণ ভর্তিচ্ছু প্রার্থীদের নিচে উল্লেখিত কাগজপত্র/সনদ/ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসতে হবেঃ
১. পূর্বনির্ধারিত সময়সূচির (০৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২১) মধ্যে অনলাইনে পূরণকৃত এবং ডাউনলােড়পূর্বক শিক্ষার্থীর বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রমঃ (Choice List) তালিকা পরীক্ষার্থীর স্বাক্ষরসহ ২ কপি
২. ডাউনলােডকৃত “ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার্থীর স্বাক্ষরসহ ২ কপি
৩. পরীক্ষার্থীর ভর্তি পরীক্ষার ফলাফল বিবরণী (শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ব্যতিত) ২ কপি ৪, পরীক্ষার্থীর এইচ.এস.সি./সমমান পরীক্ষার মার্কশীট, সার্টিফিকেট বা প্রশংসাপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং এক সেট ফটোকপি।
৫. পরীক্ষার্থীর এস.এস.সি./সমমান পরীক্ষার মার্কশীট, সার্টিফিকেট বা প্রশংসাপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং এক সেট ফটোকপি।
৬. এক কপি পাসপাের্ট সাইজের ছবিসহ স্ব স্ব কোটার ক্ষেত্রে ভর্তি নির্দেশিকায় বর্ণিত প্রযােজ্য সংশ্লিষ্ট কাগজপত্রের মূল কপি এবং এক সেট ফটোকপি।
৭. কোন পরীক্ষার্থী একাধিক ইউনিট/উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের সংশ্লিষ্ট সকল ইউনিট/উপ-ইউনিটের কোটার সাক্ষাৎকারে আলাদাভাবে অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সে সকল শিক্ষার্থীদের উপরে ১ থেকে ৬ নং ক্রমিকে বর্ণিত সংশ্লিষ্ট কাগজপত্র/সনদ/ডকুমেন্ট এর আলাদা আলাদা সেট সঙ্গে রাখতে হবে।
৮. মুক্তিযােদ্ধা কোটায় আসন শূন্য থাকা সাপেক্ষে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র/কন্যার পুত্র/কন্যাদের (নাতি-নাতনি অর্থাৎ FFQ2) সাক্ষাৎকারে ডাকা হবে।
