যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ | Department of Youth Development Admission 2021

Department of Youth Development Admission 2021: যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব দূর করার লক্ষ্যে কর্মসংস্থানের নিমিত্তে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্নকর্মসংস্থার সৃষ্টির জন্য ১৮-৩৫ বছর বয়সি কর্মপ্রত্যাশী যুবক ও যুবতীদের “যুব উন্নয়ন অধিদপ্তর” এর আবাসিক/অনাবাসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তির লক্ষ্যে বাংলাদেশি আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগন অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। উক্ত প্রতিষ্ঠানটি ১৩ টি ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেবে। উক্ত কোর্সে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তি তে কোন কোন জেলার বাসিন্দাগন আবেদন করতে পারবেন, আবেদনের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা কি? ইত্যাদি বিষয়সহ আগ্রহী প্রার্থীরা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ বিজ্ঞপ্তি (Department of Youth Development Admission 2021) মনোযোগ দিয়ে পড়ুন। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।

এক নজরে যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ঃ

প্রশিক্ষনের ধরনঃসরকারি
শিক্ষাগত যোগ্যতাঃজেএসসি-এইচএসসি
ক্যাটাগরিঃ১৩ টি
নিয়োগ সংখ্যাঃবিজ্ঞপ্তি অনুযায়ি
প্রার্থীর বয়সঃ১৮-৩৫ বছর
প্রশিক্ষন শুরুঃ ২ জানুয়ারি ২০২২
সাক্ষাতকারের তারিখঃ ২৮, ২৯ ডিসেম্বর ২০২১
ওয়েবসাইটঃwww.dyd.gov.bd
আবেদন শুরুর তারিখঃ৭ ডিসেম্বর ২০২১
আবেদন শেষ তারিখঃ২৭ ডিসেম্বর ২০২১
আবেদন প্রক্রিয়াঃwww.dyd.gov.bd ওয়েবসাইট থেকে ফরম বের করে পূরণ করে পাঠাতে হবে
আবেদন মাধ্যমঃডাকযোগে

যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ ( Department of Youth Development Admission 2021) এ উল্লেখিত প্রশিক্ষণ কোর্সের বিবরণঃ


কোর্স/ট্রেডের নামঃ ডাটাবেজ প্রশিক্ষণ (অনাবাসিক)।

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান
র্কোসের মেয়াদঃ ২ মাস
কোর্স ফিঃ ৫০০/-
প্রতি কেন্দ্র আসন সংখ্যাঃ ১১ টি
কেন্দ্র সংখ্যাঃ ১১ টি জেলায় ১২ টি
মেয়াদঃ ২ মাস ২ জানুয়ারি-২৮ ফেব্রুয়ারি ২০২২


কোর্স/ট্রেডের নামঃ কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন (অনাবাসিক)।

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান
র্কোসের মেয়াদঃ ২ মাস
কোর্স ফিঃ ১,০০০/-
প্রশিক্ষন কেন্দ্রঃ ৬৪ জেলায় ৭১ টি
সাক্ষাতকারের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২১


কোর্স/ট্রেডের নামঃ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন

শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান
র্কোসের মেয়াদঃ ৬ মাস
কোর্স ফিঃ ১,০০০/-
প্রশিক্ষন কেন্দ্রঃ ৬ টি
সাক্ষাতকারের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২১


কোর্স/ট্রেডের নামঃ ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী/সমমান
র্কোসের মেয়াদঃ ৬ মাস
কোর্স ফিঃ ৩০০/-
প্রশিক্ষন কেন্দ্রঃ ৩০ টি
সাক্ষাতকারের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২১


কোর্স/ট্রেডের নামঃ ইলেকট্রনিক্স

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী/সমমান
র্কোসের মেয়াদঃ ৬ মাস
কোর্স ফিঃ ৩০০/-
প্রশিক্ষন কেন্দ্রে আসন সংখ্যাঃ ৩০ টি
সাক্ষাতকারের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২১।

যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ ( Department of Youth Development Admission 2021) এ আবেদন শুরুর সময়ঃ

৭ ডিসেম্বর ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।

যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ ( Department of Youth Development Admission 2021) এ আবেদন শেষের সময়ঃ

২৭ ডিসেম্বর ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।

যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ ( Department of Youth Development Admission 2021) প্রশিক্ষণ শুরুর সময়ঃ

২ জানুয়ারি ২০২২ তারিখ থেকে প্রশিক্ষণ শুরু হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
যুব উন্নয়ন অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

আবেদন ফরম ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুনঃ