Fill in the form for the Dakhil Examination 2022, publish the subject of the examination and the short syllabus of the examination: দাখিল পরীক্ষা ২০২২ এর ফরম পূরণ, পরীক্ষার বিষয় ও পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জানতে ( Fill in the form for the Dakhil Examination 2022, publish the subject of the examination and the short syllabus of the examination) সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
দাখিল পরীক্ষা ২০২২ এর ফরম পূরণ, পরীক্ষার বিষয় ও পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ, বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিস্তারিত নিম্নরূপঃ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখঃ
পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ১৩ এপ্রিল ২০২২ এবং রেজিস্ট্রেশনধারী সকল শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করতে পারবে।
প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখঃ
প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে ২০২২
পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখঃ
পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ জুন ২০২২
যেসকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ
সাধারণ বিভাগঃ
কুরআন মাজিদ ও তাজভিদ, হাদীস শরীফ, আকােইদ ও ফিকহ, ইসলামের ইতিহাস, বাংলা-১ম পত্র, বাংলা-২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ইংরেজি-২য়পত্র, গনিত অতিরিক্ত বিষয় (যেকোন-০১টি)
বিজ্ঞান বিভাগঃ
কুরআন মাজিদ ও তাজভিদ , পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১মপত্র, ইংরেজি ২য়পত্র,গণিত ও নৈর্বাচনিক বিষয় (যেকোন-০১টি) অতিরিক্ত বিষয় (যেকোন-০১টি)।
মুজাব্বিদ মাহির বিভাগঃ
কুরআন মাজিদ ও তাজভিদ, হাদীস শরীফ, আকােইদ ও ফিকহ, তাজভিদ, নসর ও নজম, বাংলা-১ম পত্র, বাংলা-২য় পত্র,ইংরেজি-১মপত্র, ইংরেজি ২য়পত্র,গণিত ও অতিরিক্ত বিষয় (যেকোন-০১টি)।
যে সকল বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং করা হবেঃ
সাধারণ বিভাগঃ
আরবি প্রথম পত্র
আরবি ২য় পত্র ও
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি
বিজ্ঞান বিভাগঃ
আরবি প্রথম পত্র
আরবি ২য় পত্র ও
আকাইদ ও ফিকহ্
মুজাব্বিদ মাহির বিভাগঃ
আরবি প্রথম পত্র
আরবি ২য় পত্র
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ও
হিফজুল কুরআন দাওর।
(দাখিল পরীক্ষা ২০২২ এর ফরম পূরণ, পরীক্ষার বিষয় ও পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ) পরীক্ষার সময়ঃ
- ০২ ঘন্টা (MCQ /নৈত্তিক ২০ মিনিট ও cQ/রচনামূলক ০১ ঘন্টা ৪০ মিনিট) পরীক্ষার সময় সনাতন পদ্ধতির বিষয়সমূহের জন্য ধারাবাহিকভাবে ০২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।
- বাংলা-২য় পত্র-৫০, ইংরেজি ১ম পত্র-৫০, ইংরেজি ২য় পত্র -৫০।
দাখিল পরীক্ষা ২০২২ এর ফরম পূরণ, পরীক্ষার বিষয় ও পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ (Fill in the form for the Dakhil Examination 2022, publish the subject of the examination and the short syllabus of the examination) বিস্তারিত বিজ্ঞপ্তি ছবিতে দেখুনঃ
পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস দেখুন (http://bmeb.ebmeb.gov.bd/data/20220301163913838216.pdf) এই লিংকে।