Filling the form of Alim Examination 2022, publication of examination subjects, and possible examination time: আলিম পরীক্ষা ২০২২ এর ফরম পূরণ,পরীক্ষার বিষয় ও সম্ভাব্য পরীক্ষার সময় প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জানতে (Filling the form of Alim Examination 2022, publication of examination subjects, and possible examination time) সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
আলিম পরীক্ষা ২০২২ এর ফরম পূরণ,পরীক্ষার বিষয় ও সম্ভাব্য পরীক্ষার সময় প্রকাশ, বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিস্তারিত নিম্নরূপঃ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখঃ
পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ৮ জুন ২০২২ এবং রেজিস্ট্রেশনধারী সকল শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করতে পারবে।
প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখঃ
প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৪ জুলাই ২০২২
পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখঃ
পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২২ আগস্ট ২০২২
যেসকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ
সাধারণ বিভাগঃ
কুরআন মাজিদ, হাদিস ও উসূলুল হাদিস,আল ফিকহ্-১ম পত্র, আল ফিকহ্-২য় পত্র, আরবি ১ম পত্র,আরবি ২য় পত্র,ইসলামের ইতিহাস, বালাগাত ও মানতিক, বাংলা-১ম পত্র, বাংলা-২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ইংরেজি-২য়পত্র,অতিরিক্ত বিষয় (যেকোন-০১টি)
বিজ্ঞান বিভাগঃ
কুরআন মাজিদ, হাদিস ও উসূলুল হাদিস, পদার্থবিজ্ঞান-১ম পত্র,পদার্থবিজ্ঞান ২য় পত্র, রসায়ন-১ম পত্র, রসায়ন-২য় পত্র, বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১মপত্র, ইংরেজি ২য়পত্র,নৈর্বাচনিক বিষয় (যেকোন-০১টি) অতিরিক্ত বিষয় (যেকোন-০১টি)।
মুজাব্বিদ মাহির বিভাগঃ
কুরআন মাজিদ, হাদিস ও উসূলুল হাদিস,আল ফিকহ্-১ম পত্র, আরবি সাহিত্য, তাজভিদ-১ম পত্র, তাজভিদ-২য় পত্র, কিরআতে তারতিল (মৌখিক), কিরআতে হাদর (মৌখিক), বাংলা-১ম পত্র, বাংলা-২য় পত্র,ইংরেজি-১মপত্র, ইংরেজি ২য়পত্র,অতিরিক্ত বিষয় (যেকোন-০১টি)।
যে সকল বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিং করা হবেঃ
সাধারণ বিভাগঃ
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি
বিজ্ঞান বিভাগঃ
আল-ফিকহ্ ১ম পত্র,আরবি সাহিত্য, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এর মাধ্যমে মূল্যায়ন করা হবে।
মুজাব্বিদ মাহির বিভাগঃ
তথ্য ও যােগাযােগ প্রযুক্তি
(আলিম পরীক্ষা ২০২২ এর ফরম পূরণ,পরীক্ষার বিষয় ও সম্ভাব্য পরীক্ষার সময় প্রকাশ) পরীক্ষার সময়ঃ
- ০২ ঘন্টা (MCQ /নৈত্তিক ২০ মিনিট ও cQ/রচনামূলক ০১ ঘন্টা ৪০ মিনিট) পরীক্ষার সময় সনাতন পদ্ধতির বিষয়সমূহের জন্য ধারাবাহিকভাবে ০২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।
- বাংলা-২য় পত্র-৫০, ইংরেজি ১ম পত্র-৫০, ইংরেজি ২য় পত্র -৫০,
- ব্যবহারিক পরীক্ষা সম্বলিত সৃজনশীল বিষয়সমূহ (এমসিকিউ-১৫+সিকিউ-৩০)=৪৫,
- ব্যবহারিক প্রশ্নের নম্বর বণ্টনঃ
- পরীক্ষা বিহীন সৃজনশীল বিষয়সমূহ (এমসিকিউ-১৫+সিকিউ-৪০)=৫৫, অন্যান্য বিষয়ের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা অত্র বাের্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আলিম পরীক্ষা ২০২২ এর ফরম পূরণ,পরীক্ষার বিষয় ও সম্ভাব্য পরীক্ষার সময় প্রকাশ (Filling the form of Alim Examination 2022, publication of examination subjects, and possible examination time) বিস্তারিত বিজ্ঞপ্তি ছবিতে দেখুনঃ
