পাঁচ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল। Five Bank Exam Canceled

Five Bank Exam Canceled: পাঁচ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার কারণে বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় পাঁচ ব্যাংকের ”অফিসার” (ক্যাশ) পদে গত শনিবার অনুষ্ঠিত হওয়া প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।  সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।

পাঁচ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল। (Five Bank Exam Canceled) বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নরূপঃ

  • গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে অনিবার্যকারণে পরীক্ষা বাতিলের কথা বলা হয়েছে। গত শনিবার বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ১ হাজার ৫১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী। একাধিক প্রার্থীর দাবি, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১০০টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া গিয়েছে।

  • ফেসবুকে উত্তরপত্র ছড়ানোর ঘটনায় চাকরিপ্রার্থীরা প্রশ্ন তোলেন, পরীক্ষা ৪ টার সময় শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০০টি প্রশ্নের ‘সঠিক উত্তর’ ফেসবুকে পাওয়া কোনো ভাবেই সম্ভব নয়—তাই এটা প্রশ্নপত্র ফাঁস চক্রান্ত। আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটি পরীক্ষাটি সম্পাদন করা হয়েছিল। এখান থেকেই ঘটনাটি ঘটেছে বলে ব্যাংক কতৃপক্ষের দাবি।