Non-government School Admission lottery results in 2022: বেসরকারি স্কুলের লটারির ফলাফল ২০২২ (লটারির মাধ্যমে) ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে প্রকাশ করা হবে। ২০২২ শিক্ষাবর্ষে দেশের প্রাইভেট বা বেসরকারি স্কুল ভর্তি ২০২২ ফলাফল এসএমএস ও অনলাইন উভয় মাধ্যমেই দেখা যাবে। নিচে চিত্রসহ বিস্তারিত দেখানো হলো। চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
এক নজরে বেসরকারি স্কুলের লটারির ফলাফল ২০২২ তথ্যাবলীঃ
স্কুলের ধরনঃ বেসরকারি স্কুল।
বেসরকারি স্কুলের লটারির ফলাফল ২০২২ প্রকাশঃ ১৯ ডিসেম্বর ২০২১, বিকাল ৩টা।
শ্রেণিঃ ১ম থেকে ৯ম শ্রেণি।
শিক্ষাবর্ষঃ ২০২২ শিক্ষাবর্ষ।
বেসরকারি স্কুলের লটারির ফলাফল ২০২২ দেখার লিংকঃ http://gsa.teletalk.com.bd
বেসরকারি স্কুলের লটারির ফলাফল ২০২২ অনলাইনে যেভাবে দেখবেনঃ
শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানরা নির্ধারিত ওয়েবসাইটে আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ভর্তির ব্যবস্থা নিতে সব সরকারি বেসরকারি স্কুলগুলোর প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে সব সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) চিঠিটি প্রকাশ করে শিক্ষা অধিদপ্তর।
দেশের বেসরকারি স্কুলগুলোতে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লটারির রেজাল্ট পাওয়া যাবে ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে। বেসরকারি স্কুল ভর্তি লটারি ফলাফল ২০২২ দেখা যাবে এই লিংকের মাধ্যমেঃ http://gsa.teletalk.com.bd

* শিক্ষার্থীর নিজ নিজ User ID এর মাধ্যমে ভর্তি ফলাফল দেখতে পারবে লিংকের মাধ্যমেঃ http://gsa.teletalk.com.bd
প্রধান শিক্ষকদের কাছে পাঠানো চিঠিতে অধিদপ্তর জানিয়েছে, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে (http://gsa.teletalk.com.bd) থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
অধিদপ্তর আরও বলছেন, ডাউনলোড করা ফলাফল পাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাবেন।
বিজ্ঞপ্তিতে অধিদপ্তর বলেছে, ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বেসরকারি স্কুলের লটারির ফলাফল ২০২২; নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি বিষয়ক তথ্যাবলীঃ
- অপেক্ষমান তালিকা থেকে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে।
- ২১ থেকে ২৭ ডিসেম্বর বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
- ২৮ থেকে ৩০ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে সরকারি স্কুলে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
- অধিদপ্তর আরও জানিয়েছেন, লটারির ফল প্রকাশের পর যেসব প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক শূন্য আসন পূরণ না হবে সেসব প্রতিষ্ঠানে লটারির আয়জনের করে বাকি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষ করবে।