২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ | Publication of notification for filling the form of SSC candidates of 2022

Publication of notification for filling the form of SSC candidates of 2022: ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড, ঢাকা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা এর আওতাধীন সকল বিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানাে হয়েছে, ২০২২ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার Online এ ফরম পূরণ ও প্রয়ােজনীয় ফি ঢাকা শিক্ষা বাের্ডে জমা দেয়ার তারিখ, ফি এর হার ও নিয়মাবলি প্রকাশ করা হয়েছে। Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (probcble list) প্রদর্শন : শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এ ১০/০৪/২০২২ তারিখে প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ, বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপঃ

Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (probcble list) প্রদর্শন : শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এ ১০/০৪/২০২২ তারিখে প্রকাশ করা হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে ১৩/০৪/২০২২ থেকে ২৪/০৪/২০২২ তারিখের মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFE) সম্পন্ন করতে হবে।

  • প্রতিষ্ঠানসমূহ ঢাকা বাের্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS/eFF এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে।
  • উক্ত হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত probable list থেকে ১elect করতে হবে।
  • Temporary List Print করে ভালভাবে যাচাই/বাছাই করে প্রয়ােজন হলে ১elect/ Unselect করা যাবে।
  • এর পর Pay Slip Print করতে হবে। নিকটস্থ সােনালী ব্যাংকের শাখায় (যে শাখায় সােনালী সেবা চালু আছে) Poy lip এ উল্লিখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে। উল্লেখ্য Pay Slip Print করলে আর কোন অবস্থাতেই select/Unselect করা যাবে না।
  • ফি এর টাকা ব্যাংকে জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List Print Active হবে।
  • Final Candidate List Print করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন।
  • প্রয়ােজন হলে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে ফরম পূরণের কাজ একইভাবে সম্পন্ন করতে পারবে।
  • পরীক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে ১ (এক) কপি সংরক্ষণ করতে হবে।
  • ফি জমার সর্বশেষ তারিখঃ ২৫/০৪/২০২২

(Publication of notification for filling the form of SSC candidates of 2022) কাজের বিবরণ ও তারিখঃ

১. রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়/বিষয়সমূহে ০১ (এক) থেকে ০৪ (চার) বিষয়ে অকৃতকার্য ২০২০ সালের পরীক্ষার্থীগণের ২০২২ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করতে হবে।

২. রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ নৈর্বাচনিক বিষয়/বিষয়সমূহে ০১ (এক) থেকে ০৩ (তিন) বিষয়ে অকৃতকার্য ০১ (এক) থেকে ০২ (দুই) বিষয়ে অনুপস্থিত ২০২১ সালের ১০/০৪/২০২২ পরীক্ষার্থীগণের ২০২২ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে সকল বিষয়ে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করতে হবে।

৩. জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ০৩ (তিন) বিষয়ে অনুপস্থিত ২০২১ সালের পরীক্ষার্থীগণের ২০২২ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সকল বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করতে হবে।

আবেদন করার শেষ সময়: ১০ এপ্রিল ২০২২।

এবছর নির্বাচনী পরীক্ষার পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর তারিখ: ১৯/০৫/২০২২

অনলাইনে ফরমপূরণ: ১৩/০৪/২০২২ এবং ২৪/০৪/২০২২।

অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ: ২৫/০৪/২০২২।

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ (Publication of notification for filling the form of SSC candidates of 2022) বিস্তারিত বিজ্ঞপ্তি ছবিতে দেখুনঃ

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

Leave a Comment