Publication of results of senior officer posts of seven banks and schedule of written examination: সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের ফলাফল এবং লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার’ (জেনারেল, ২০১৯ সালভিত্তিক) পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের ফলাফল এবং লিখিত পরীক্ষার সূচি প্রকাশ বিষয়ক বিস্তারিত তথ্যঃ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ’সিনিয়র অফিসার (জেনারেল)’ পদে ১৫ হাজার ৬৬ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এসব প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন করে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষায় দেওয়া যাবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে হবে। প্রবেশপত্র ছাড়া অন্য কোনো প্রকার কাগজ সঙ্গে আনা যাবে না।
পরীক্ষার্থীদের অবশ্যই কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অব্যশই মাস্ক পরে আসতে হবে।