Publication of Revised Short Syllabus for Dakhil Examination 2022: ২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকা। কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনায় ২০২২ সালের দাখিল পরীক্ষার বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলােকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বাের্ড (এনসিটিবি) কর্তৃক ২০২২ সালের দাখিল/ এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জনপূর্বক পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন মানবন্টন ও বিস্তারিত জানতে সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাকৃত পাঠ্যসূচি প্রকাশ, বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিস্তারিতঃ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনায় ২০২২ সালের দাখিল পরীক্ষার বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলােকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বাের্ড (এনসিটিবি) কর্তৃক ২০২২ সালের দাখিল/ এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জনপূর্বক পুনর্বিন্যাস করা হয়েছে।
(কোভিড-১৯ প্রেক্ষিতে ২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি) বিষয়: বাংলা দিত্বীয় পত্র। বিষয় কোড: ১৩৫
১. দ্বিতীয় অধ্যায়ঃ প্রথম পরিচ্ছেদ
১.১ বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে, বাংলা ধ্বনিগুলাে উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে। ধ্বনিতত্ত্ব
২. দ্বিতীয় অধ্যায়ঃ দ্বিতীয় পরিচ্ছেদ
১.২ বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে, বাংলা ধ্বনিগুলাে উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে। ধ্বনির পরিবর্তন
৩. দ্বিতীয় অধ্যায়ঃ চতুর্থ পরিচ্ছেদ
১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে। সন্ধি
৪. তৃতীয় অধ্যায়ঃ দ্বিতীয় পরিচ্ছেদ
১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে। দ্বিরুক্ত শব্দ
৫. তৃতীয় অধ্যায়ঃ তৃতীয় পরিচ্ছেদ
১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে। সংখ্যাবাচক শব্দ
৬. তৃতীয় অধ্যায়ঃ পঞ্চম পরিচ্ছেদ
১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়ােগ করতে পারবে। পদাশ্রিত নির্দেশক
৭. তৃতীয় অধ্যায়ঃ ষষ্ঠ পরিচ্ছেদ
১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে। সমাস।
৮. তৃতীয় অধ্যায়ঃ সপ্তম পরিচ্ছেদ
১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে। উপসর্গ
৯. তৃতীয় অধ্যায়ঃ নবম পরিচ্ছেদ
১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে।
কৃৎ-প্রত্যয়ের বিস্তারিত আলােচনা
১০. তৃতীয় অধ্যায়ঃ দশম পরিচ্ছেদ
১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলাে বর্ণনা করতে পারবে।
তদ্ধিত প্রত্যয়
১১. তৃতীয় অধ্যায়ঃ একাদশ পরিচ্ছেদ
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
শব্দের শ্রেণিবিভাগ
১২. চতুর্থ অধ্যায়ঃ প্রথম পরিচ্ছেদ
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
পদ-প্রকরণ।
১৩. চতুর্থ অধ্যায়ঃ দ্বিতীয় পরিচ্ছেদ
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
ক্রিয়াপদ
১.১১ বাংলা বিভক্তির ব্যবহার সম্পর্কে ধারণা ব্যক্ত করতে ও তা প্রয়ােগ করতে পারবে।
কারক ও বিভক্তি এবং সম্বন্ধপদ ও সম্বােধন পদ
১.১১ বাংলা বিভক্তির ব্যবহার সম্পর্কে ধারণা ব্যক্ত করতে ও তা প্রয়ােগ করতে পারবে।
অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ
১.৯ বিষয় ও ভাববস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়ােগ করতে পারবে।
বাক্য প্রকরণ
২.৪ বাক্যে বাগধারা, প্রবাদ, প্রবচন ব্যবহার করতে পারবে।
শব্দের যােগ্যতার বিকাশ ও বাধারা
১৪. চতুর্থ অধ্যায়ঃ সপ্তম পরিচ্ছেদ
১৫. চতুর্থ অধ্যায়ঃ অষ্টম পরিচ্ছেদ
১৬. পঞ্চম অধ্যায়ঃ প্রথম পরিচ্ছেদ
১৭. পঞ্চম অধ্যায়ঃ দ্বিতীয় পরিচ্ছেদ
১৮. পঞ্চম অধ্যায়ঃ তৃতীয় পরিচ্ছেদ
১৯. পঞ্চম অধ্যায়ঃ চতুর্থ পরিচ্ছেদ
২০. পঞ্চম অধ্যায়ঃ ষষ্ঠ পরিচ্ছেদ
১.১৪ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়ােগ করতে পারবে। বাচ্য এবং বাচ্য পরিবর্তন।
১.১৪ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়ােগ করতে পারবে।
উক্তি পরিবর্তন
১.৬ বাংলা বাক্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কে ধারণা ব্যক্ত করতে পারবে। বাক্যের শ্রেণিবিভাগ
নির্মিতি অংশঃ
- পাঠের সঙ্গে সংগতিপূর্ণ রচনা পড়ে তুলানমূলক আলােচনা করতে পারবে।
- দৈনন্দিন ব্যবহারের প্রয়ােজনে চিঠি-পত্র, দরখাস্ত, ইত্যাদি লিখতে পারবে।
- পাঠ্যসূচি বহির্ভূত বই-পুস্তক ও পত্র-পত্রিকা পড়ে বিষয়বস্তু ও মর্ম ব্যক্ত করতে পারবে।
- সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করতে পারবে।
২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাকৃত পাঠ্যসূচি প্রকাশ (Publication of Revised Short Syllabus for Dakhil Examination 2022) মানবন্টনঃ
পূর্ণমান: ৫৫
- বহুনির্বাচনি অভীক্ষা(ব্যাকরণ ও নির্মিতি অংশের বাধারা) মােট ৩০টি প্রশ্ন থাকবে, ১৫টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান-১।
- রচনামূলক অংশ- ৪০
- ১. অনুচ্ছেদ রচনা (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর লিখতে হবে।)।
- ২. পত্র/দরখাস্ত/পত্রিকায় প্রকাশের জন্য চিঠি (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর লিখতে হবে।)
- ৩. প্রতিবেদন প্রণয়ন (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর লিখতে হবে।)
- ৪. ভাবসম্প্রসারণ (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর লিখতে হবে।)
(কোভিড-১৯ প্রেক্ষিতে ২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি) বিষয়: ইংরেজি ১ম পত্র, বিষয় কোডঃ ১৩৬
Revised Syllabus for Dakhil Examination 2022 Due to COVID-19 Pandemic:
Syllabus:
- Unit 3: Events and Festivals
- Unit 4: Are We Aware ?
- Unit 5: Nature and Environment
- Unit 7: People Who Stand Out
- Unit 11: Renewable Energy
২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাকৃত পাঠ্যসূচি প্রকাশ (Publication of Revised Short Syllabus for Dakhil Examination 2022) মানবন্টনঃ
Total Marks: 50
Reading (Marks 30) ► Seen passage 1: Multiple Choice Questions (MCQ) Answering questions (open-ended and close-ended)
►Seen passage 2: Gap filling without clues
►Seen passage 3: Information transfer
- Summarizing
- Matching
Writing (Marks 20)
- Writing paragraph answering questions
- Writing an email
- Writing a dialogue
Revised Syllabus for Dakhil Examination 2022 Due to COVID-19 Pandemic:
Syllabus Grammar:
- Gap filling activities without clues (To test prepositions, articles and zero articles)
- Right forms of verbs
- Changing sentences (change of voice, change of degrees, affirmative to negative, assertive to exclamatory, exclamatory to assertive, assertive to imperative)
- Use of Suffix and Prefix
- Tag Questions
- Punctuations
Writing Part:
- Writing CV with cover letter
- Formal letters (complaint letter, notice.)
২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাকৃত পাঠ্যসূচি প্রকাশ (Publication of Revised Short Syllabus for Dakhil Examination 2022) মানবন্টনঃ
Total Marks: 50
Grammar (30 marks)
Composition (20 marks)
- Writing CV with cover letter
- Formal letters (complaint letter, notice.)
২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাকৃত পাঠ্যসূচি প্রকাশ (Publication of Revised Short Syllabus for Dakhil Examination 2022) বিস্তারিত নিম্নরূপঃ









