Publication of the schedule of oral examination of Bangladesh Bank: বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক (প্রকৌশল-পুর) পদে নিয়ােগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিস্তারিতঃ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক (প্রকৌশল-পুর) পদে নিয়ােগের নিমিত্তে ১০/১২/২০২০ তারিখে প্রকাশিত নিয়ােগ বিজ্ঞপ্তি নং৬৭/২০২০ এর আলােকে গত ০৬/১১/২০২১ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নোক্ত ৮৩(তিরাশি) জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মূল ভবনে (৪র্থ তলা) ২৬ ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি ২০২২ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
(Publication of the schedule of oral examination of Bangladesh Bank) পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বর নিম্নরূপঃ
২০০০১২, ২০০০৪৪, ২০০০৭২, ২০০১৫৭, ২০০২৪৫, ২০০২৫৪, ২০০২৫৫, ২০০২৬৯, ২০০২৭৮, ২০০২৮৭, ২০০৩৬৭, ২০০৩৭৪, ২০০৩৯৩, ২০০৪১৩, ২০০৪৩৫, ২০০৪৫৪, ২০০৪৭১, ২০০৫০২, ২০০৫০৩, ২০০৫১১, ২০০৬০৩, ২০০৬১১, ২০০৬৭১, ২০০৭৪৯, ২০০৭৭৯, ২০০৮৮০, ২০০৯২৮ এবং ২০০৯৪৫ = ২৮ জন।
২০১০০৮, ২০১০৩৭, ২০১০৮৪, ২০১১২৮, ২০১১৪১, ২০১১৭৬, ২০১২০৭, ২০১২১৩, ২০১২১৯, ২০১২৪০, ২০১২৮৭, ২০১৪২০, ২০১৪২৩, ২০১৪৫৯, ২০১৪৭৭, ২০১৬৪৬, ২০১৬৭৪, ২০১৭২৬, ২০১৭৩১, ২০১৭৫৩, ২০১৭৭৭, ২০১৭৭৯, ২০১৭৮২, ২০১৮৭৮, ২০২০৪২, ২০২১০২, ২০২১০৩ এবং ২০২১১১ = ২৮ জন।
২০২১১৭, ২০২১২৫, ২০২১৩৯, ২০২১৮৬, ২০২২৪০, ২০২২৫২, ২০২২৮৭, ২০২৩২০, ২০২৩৮০, ২০২৩৮৮, ২০২৪০৩, ২০২৬২৩, ২০২৭১৭, ২০২৭২৫, ২০২৭৯৪, ২০২৮৫৪, ২০২৮৬০, ২০২৯২০, ২০৩০৬১, ২০৩১৫১, ২০৩১৫৩, ২০৩১৬৭, ২০৩১৭৮, ২০৩১৮২, ২০৩২২০, ২০৩২৪২ এবং ২০৩৩১৪ = ২৭ জন।
বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ (Publication of the schedule of oral examination of Bangladesh Bank), পরীক্ষা বিষয়ক নির্দেশনাঃ
- মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
- মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপাের্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোন কারণই কর্তৃপক্ষের নিকট গ্রহণযােগ্য বিবেচিত হবে না।
- নিয়ােগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং প্রার্থীদের অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে নিম্নবর্ণিত প্রমাণক দলিলাদির মূলকপি প্রদর্শন এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি নিম্নোক্ত ক্রমানুসারে সাজিয়ে চেকিং বাের্ডে জমা দিতে হবেঃ
- ক) দলিলাদি দাখিলের নিমিত্তে মহাব্যবস্থাপক, হিউম্যান রিসাের্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর স্বহস্তে
লিখিত আবেদনপত্র; - খ) লিখিত পরীক্ষার প্রবেশপত্র;
- গ) শিক্ষাগত যােগ্যতার সকল সনদপত্র এবং মার্কশিট/ট্রান্সক্রিপ্ট (০৭/০১/২০২১ তারিখের পরে ইস্যুকৃত সনদপত্র/মার্কশিট/ট্রান্সক্রিপ্ট-এ ফল প্রকাশের তারিখ উল্লেখ না থাকলে পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রার এর কার্যালয় হতে ইস্যুকৃত ফল প্রকাশের তারিখ সংক্রান্ত প্রত্যয়নপত্র); উল্লেখ্য, ‘O’ Level/ ‘A’ Level পরীক্ষায় উত্তীর্ণ হলে অথবা বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনা অনুযায়ী দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবাের্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সনদ (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ); | ঘ) আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক সম্প্রতি ইস্যুকৃত জাতীয়তা সনদপত্র/নাগরিকত্ব সনদপত্র; ঙ) যে সকল মুক্তিযােদ্ধার সন্তান ৩২ বছর পর্যন্ত আবেদনের বয়সসীমার সুযােগ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিম্নোক্ত প্রমাণক দলিলাদির কপি।
- লাল মুক্তিবার্তা/ ভারতীয় তালিকা/ গেজেট/ বাহিনী গেজেট/ শহীদ গেজেট/ খেতাবপ্রাপ্ত গেজেট/ যুদ্ধাহত;
- মুক্তিযােদ্ধার বয়স প্রমাণের জন্য প্রমাণক দলিলাদির কপি (জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র/এসএসসি সনদ/জন্ম নিবন্ধন আইন অনুযায়ী সিটি কর্পোরেশন/পৌরসভা/ ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন পত্র) এবং ৩। মুক্তিযােদ্ধা/ শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন-এর ওয়ার্ড কাউন্সিলর/ পৌরসভার মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট/ ওয়ারিশান সনদ; চ) যে সকল প্রতিবন্ধী প্রার্থী ৩২ বছর পর্যন্ত আবেদনের বয়সসীমার সুযােগ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর হতে প্রতিবন্ধিতার সপক্ষে প্রদত্ত সনদপত্র এবং ছ) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের স্ব-স্ব নিয়ােগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
- কোন ক্ষেত্রে যাচিত কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন সময় প্রার্থীর যােগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনাে পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
- মৌখিক পরীক্ষার জন্য আগত প্রার্থীদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলতে হবে।