Publication of the schedule of written examination of the Ministry of Home Affairs: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ৯ম ও ১০ম গ্রেডের ৪ ক্যাটাগরি পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ এ উল্লেখিত বিস্তারিতঃ
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরক্ষা সেবা বিভাগের অধীন ”বহিরাগমন ও পাসপোর্ট” অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ও অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, নৌপরিবহন মন্ত্রণালয়েরর অধীন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের ইনস্ট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ারিং) এবং জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ কোস্টগার্ডের উপসহকারী প্রকৌশলী (পূর্ত) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর ২০২১ থেকে ২১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এসব পদে মোট চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীর সংখ্যা ৭৪৪ জন। বাংলাদেশ সরকারি কর্মকমিশন, সচিবালয়, প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় এ পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অব্যশই মাস্ক পরে সবাইকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না।