Rules for viewing HSC Result 2022: এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম অনেকেরই অজানা। এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম সঠিকভাবে জানতে লেখাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন। এইচএসসি ফলাফল আপনারা প্রধানত দুটি উপায়ে দেখতে পারবেন। আর সেই উপায় গুলো হচ্ছে-
- অনলাইনের মাধ্যমে
- এসএমএসের মাধ্যমে
- এছাড়াও শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে HSC Result জানতে পারবে।
সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
অনলাইনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
২০২১ সালের ডিসেম্বর মাসে যেসকল এইচএসসি শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের ফলাফল প্রকাশ করার সাথে সাথে তারা অনলাইনের মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২২ জানতে পারবেন।
নিচে ধারাবাহিকভাবে অনলাইনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম উল্লেখ করা হলোঃ
ধাপ- ১
- প্রথমে বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- বাংলাদেশের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের লিংক হচ্ছে- educationboardresults.gov.bd
ধাপ- ২
- ওয়েবসাইটে প্রবেশ করার পর একটি টেবিল দেখতে পাবেন। সেখানে প্রথমে HSC/ ALIM or HSC (Vocational) or HSC সিলেক্ট করতে হবে।
- এখানে যে শিক্ষার্থী যে পরীক্ষাটি দিয়েছেন সে পরীক্ষার নাম অব্যশই নির্ধারণ করতে হবে।
ধাপ-৩
- এরপর যে বছরে পরীক্ষা দিয়েছেন সে বছর সিলেক্ট করতে হবে।
ধাপ- ৪
- পরীক্ষার সন সিলেট করার পর আপনি কোন বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করতে হবে।
ধাপ- ৫
- তারপর শিক্ষার্থীর রোল নাম্বার লিখতে হবে।
ধাপ- ৬
- রোল নাম্বার লেখার পর শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে।
ধাপ- ৭
- একটি ক্যাপচার দেখতে পাবেন সেই ক্যাপচার কোডটি বসাতে হবে।
ধাপ- ৮
- টেবিলটি সম্পন্ন করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনারা আপনাদের এইচএসসি রেজাল্ট ২০২২ দেখতে পাবেন।
এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
যে সকল শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ জানা সম্ভব নয়, সে সকল শিক্ষার্থীদের জন্য অফলাইনে একটি পদ্ধতি রয়েছে। আর সেই পদ্ধতিটি হচ্ছে এসএমএসের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ দেখা। কিন্তু এই এসএমএস এর মাধ্যমে কিভাবে এইচএসসি রেজাল্ট জানা যায় তা অনেকেই জানেনা।
নিচে ধারাবাহিকভাবে এসএমএসের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম উল্লেখ করা হলোঃ
স্টেপ-১ঃ
- প্রথমে আপনার মোবাইল থেকে মেসেজ অপশনে যেতে হবে।
স্টেপ-২ঃ
- এরপর সেই মেসেজ অপশনে রাইট মেসেজ দেখতে পাবেন।
- সেখানে আপনার পরীক্ষার নাম, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম, রোল এবং যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সাল উল্লেখ করতে হবে।
- (শিক্ষাবোর্ড উল্লেখ করার সময় অবশ্যই যে শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত হয় পরীক্ষা দিয়েছেন সে শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত কোড ব্যবহার করতে হবে এবং শিক্ষা বোর্ড উল্লেখ করার সময় ইংরেজি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে)।
- মেসেজ লেখা হয়ে গেলে ১৬২২২ নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে।
স্টেপ-৩ঃ
তারপর ম্যাসেজ এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেয়া হবে আপনাদের কাংখিত রেজাল্ট।
মেসেজ লেখার নিয়মঃ
সাধারণ শিক্ষা বোর্ডঃ
HSCDHARoll 2021 – Send to 16222
মাদ্রাসা শিক্ষা বোর্ডঃ
HSCMADRoll2021 – Send to 16222
কারিগরি শিক্ষা বোর্ডঃ
HSCTECRoll2021 – Send to 16222
(Rules for viewing HSC Result 2022) এক নজরে সকল শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত কোডঃ
Dhaka Board: | DHA |
Sylhet Board: | SYL |
Barisal Board: | BAR |
Comilla Board COM: | COM |
Jessore Board: | JES |
Rajshahi Board: | RAJ |
Dinajpur Board: | DIN |
Chittagong Board: | CHI |
Madrasah Board: | MAD |
Technical Board: | TEC |
এসএমএস এর মাধ্যমে ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
এসএমএস এর মাধ্যমে ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম উল্লেখ করা হলো-
- আপনার ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নে দেয়া উদাহরণের মত করে এসএমএস টাইপ করতে হবে- HSCDHA1235562021
- এরপর মেসেজটি Send to 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা কাংখিত এইচএসসি রেজাল্ট ২০২২ পেয়ে যাবেন।
এসএমএস এর মাধ্যমে বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
- আপনার ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নে দেয়া উদাহরণের মত করে এসএমএস টাইপ করতে হবে- HSCBAR1244562021
- এরপর মেসেজটি Send to 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা কাংখিত এইচএসসি রেজাল্ট ২০২২ পেয়ে যাবেন।
এসএমএস এর মাধ্যমে চট্টগ্রাম বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
- আপনার ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নে দেয়া উদাহরণের মত করে এসএমএস টাইপ করতে হবে- HSCCHI1234462021
- এরপর মেসেজটি Send to 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা HSC Result 2022 পেয়ে যাবেন।
(Rules for viewing HSC Result 2022) এসএমএস এর মাধ্যমে কুমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
- আপনার ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নে দেয়া উদাহরণের মত করে এসএমএস টাইপ করতে হবে- HSCCOM2134562021
- এরপর মেসেজটি Send to 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা কাংখিত এইচএসসি রেজাল্ট ২০২২ পেয়ে যাবেন।
এসএমএস এর মাধ্যমে দিনাজপুর বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
- আপনার ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নে দেয়া উদাহরণের মত করে এসএমএস টাইপ করতে হবে- HSCDIN2134562021
- এরপর মেসেজটি Send to 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা কাংখিত এইচএসসি রেজাল্ট ২০২২ পেয়ে যাবেন।
এসএমএস এর মাধ্যমে যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
- আপনার ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নে দেয়া উদাহরণের মত করে এসএমএস টাইপ করতে হবে- HSCJES2234562021
- এরপর মেসেজটি Send to 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা কাংখিত এইচএসসি রেজাল্ট ২০২২ পেয়ে যাবেন।
এসএমএস এর মাধ্যমে রাজশাহী বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
- আপনার ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নে দেয়া উদাহরণের মত করে এসএমএস টাইপ করতে হবে- HSCRAJ2234562021
- এরপর মেসেজটি Send to 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা কাংখিত এইচএসসি রেজাল্ট ২০২২ পেয়ে যাবেন।
এসএমএস এর মাধ্যমে সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
- আপনার ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নে দেয়া উদাহরণের মত করে এসএমএস টাইপ করতে হবে- HSCSYL2234562021
- এরপর মেসেজটি Send to 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা কাংখিত এইচএসসি রেজাল্ট ২০২২ পেয়ে যাবেন।
এসএমএস এর মাধ্যমে মাদ্রাসা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
- আপনার ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নে দেয়া উদাহরণের মত করে এসএমএস টাইপ করতে হবে- HSCMAD2234562021
- এরপর মেসেজটি Send to 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা কাংখিত এইচএসসি রেজাল্ট ২০২২ পেয়ে যাবেন।
এসএমএস এর মাধ্যমে কারিগরি বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়মঃ
- আপনার ব্যবহৃত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নে দেয়া উদাহরণের মত করে এসএমএস টাইপ করতে হবে- HSCTEC2234562021
- এরপর মেসেজটি Send to 16222 নাম্বারে সেন্ড করতে হবে।
- ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনারা কাংখিত এইচএসসি রেজাল্ট ২০২২ পেয়ে যাবেন।
(Rules for viewing HSC Result 2022) এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম, এইচএসসি রেজাল্ট এর মার্কশিটসহ ডাউনলোড করার নিয়মঃ
এইচএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পর শিক্ষার্থীদের এইচএসসি রেজাল্ট এর মার্কশিট এর প্রয়োজন হয়। ইউনিভার্সিটি তে এডমিশন এর জন্য এবং চাকুরীর ক্ষেত্রে এই মার্কশিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অবশ্যই পরীক্ষার্থীদের রেজাল্ট ডাউনলোড করতে হয়।
- অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২২ যখন জানবেন তখন রেজাল্ট এর পাশাপাশি সেখানে মার্কশিট এর কপি দেয়া থাকে।
- সেখান থেকে মার্কশিট এর PDF ফাইল ডাউনলোড করে নিতে হবে।
- ফাইল টি ডাউনলোড হয়ে গেলে প্রিন্ট আউট করে প্রিন্ট কপি বের করে সেটি ব্যবহার করতে হয়।