অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

admin

Career Consultant and Blog Writer.

প্রতিবছর লক্ষাধীক ছাত্র ছাত্রী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। একই ভাবে কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষা বোর্ড হতে অসংখ্য মেধাবি ছাত্র ছাত্রী পরিক্ষা দিয়ে থাকে। এখানে আমি এই সকল পরীক্ষার্থীর অনলাইনে এসএসসি রেজাল্ট বা এসএসসি সমমান বা দাখিল পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম বিস্তারিত দেখিয়ে দেব। তাই মনোযোগ দিয়ে নিচের প্রতিটি বাক্য পড়ুন। খুব সহজে কিভাবে অনলাইন থেকে এসএসসি রেজাল্ট বের করা যায় তা শিখে নিন। এখানে ছবিসহ লেখার মাধ্যমে বিস্তারিত নিয়ম তুলে ধরা হলো।

এসএসসি ফলাফল বা দাখিল পরিক্ষার ফলাফল বা কারিগরি পরিক্ষার ফলাফল কয়েকভাবে পাওয়া যায়। যেমন বিদ্যালয় থেকে, অনলাইনে শিক্ষা বোর্ডএর ওয়েবসাইট হতে বা এসএমএস এর মাধ্যমে। এসএসসি/দাখিল/কারিগরি পরিক্ষার ফলাফল প্রকাশের পূর্বে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, জশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্‌রাসা শিক্ষা বোর্ড এর প্রধান গন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট ফলাফলের একটি কপি জমা দেন। অতঃপর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে উক্ত ফলাফল অনলাইনে ওয়েবসাইট, মোবাইলে এসএমএস এর মাধ্যমে সর্বসাধারণের জন্য প্রকাশ কর হয়। এসময় অতিরিক্ত চাপের কারণে প্রায়শই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অকার্যকর হয়ে পড়ে। তাই ওয়েবসাইট অকার্যকর হওয়ার পূর্বেই দ্রুত ফলাফল পাওয়ার জন্য সঠিকভাবে সহজে অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানা খুব জরুরী। তাই মনোযোগ দিয়ে নিচের নিয়ম পড়ুন।

এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইটের লিংক

পরীক্ষার ফলাফল জানার জন্য ফলাফল প্রকাশের পর প্রচুর পরিমাণ ছাত্র-ছাত্রী অভিভাবক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করে থাকে। অতিরিক্ত চাপ সামলাতে না পেরে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট গুলো অকার্যকর হয়ে পড়ে। এসএসসি পরীক্ষার ফলাফল দাখিল পরীক্ষার ফলাফল এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল বা সমমান পরীক্ষার ফলাফল জানার জন্য শিক্ষা বোর্ড আলাদা একাধিক ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েব সাইটটিতে প্রবেশ করে খুব সহজেই আপনি এইচএসসি আলিম বা সমমান পরীক্ষার ফলাফল, জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল, এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিএম দিপ্লোমা ইন কমার্স ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ সহ এসএসসি ফলাফল জানতে পারবেন। ওয়েবসাইটগুলো থেকে হাজার ১৯৯৬ সালসহ এরপর সংঘটিত সকল পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

এসএসসি ফলাফলের ধরনঃ

ওয়েবসাইট থেকে কয়েক ধরনের ফলাফল পাওয়া যায়। পরীক্ষার্থী চাইলে শুধুমাত্র তার নিজের ফলাফল দেখতে পারবে। স্কুল প্রধানগণ শুধুমাত্র তার নিজের প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীর ফলাফল দেখতে পারবেন। পরীক্ষা কেন্দ্রের প্রধানগণ শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের সকল পরীক্ষার্থীর ফলাফল দেখতে পারবেন। নির্দিষ্ট জেলার সকল ছাত্র-ছাত্রীর ফলাফল দেখা যাবে। প্রতিষ্ঠান ভিত্তিক এনালাইটিক পাওয়া যাবে এবং একটি বোর্ডের সকল ছাত্র-ছাত্রীর ফলাফল পাওয়া যাবে।

Educationboardresults.gov.bd থেকে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়মঃ

ওয়েব সাইট থেকে রেজাল্ট দেখার পূর্বে অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট কানেকশন যথাযথভাবে আছে।

  1. অতঃপর ইন্টারনেট ব্রাউজার যেমন গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স চালু/ওপেন করে এড্রেসবারে টাইপ করুন http://www.educationboardresults.gov.bd/ এবং টাইপ শেষে কিবোর্ড হতে এন্টার চাপুন।
  2. এবার নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাওয়া যাবে।
    অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
  3. এখন “Examination :” এর ডান পার্শের বক্সে ক্লিক করলে বিভিন্ন পরীক্ষার নাম দেখা যাবে। সেখান থেকে ‍”SSC/Dhakil” বা “SSC(Vocational)” সিলেক্ট/নির্বাচন করুন।
  4. “Year :” এর ডান পার্শের বক্সে ক্লিক করে পরীক্ষার সাল নির্বাচন করুন।
    এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
  5. “Board :” এর ডান পার্শের বক্সে ক্লিক করে পরীক্ষার্থী যে বোর্ড হতে পরীক্ষা দিয়েছে সে বোর্ড নির্বাচন করুন।
  6. “Roll :” এর ডান পার্শের বক্সে ক্লিক করে পরীক্ষার্থীর এসএসসির রোল নং টাইপ করুন।
  7. “Reg: No :” এর ডান পার্শের বক্সে ক্লিক করে পরীক্ষার্থীর এসএসসির রেজিষ্ট্রেশন নং টাইপ করুন।
  8. দুুই সংখ্যার যোগফল = (সমান) চিন্হের পার্শের বক্সে টাইপ করুন।
  9. সর্বশেষ, সকল ঘর সঠিক ভাবে নির্বাচন/সিলেক্ট ও টাইপ করার পর নেচের “Submit” বাটনে ক্লিক করতে হবে।
    অতপর পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফলাফল দেখা যাবে। আপনি চাইলে উক্ত রেজাল্ট কাগজে প্রিন্ট করতে পারবেন।
  10. কোন কিছু ভুল হলে “Reset” বাটনে ক্লিক করতে হবে। সব ঘর সঠিক ভাবে পুরন করে আবার সাবমিট করুন।

এছাড়া বিভাগীয় শিক্ষা বোর্ডএর ওয়েবসাইট হতেও এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়।