দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের লিখিতের সূচি প্রকাশ

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের লিখিতের সূচি প্রকাশ করা হয়েছে। দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের ৯ম গ্রেডের কয়েকটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের লিখিতের সূচি প্রকাশ এ উল্লেখিত তারিখ ও সময়:

  • দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন লিমিটেডের “সহকারী প্রকৌশলী” (মেকানিক্যাল, পুর, ইলেকট্রিক্যাল) পদের লিখিত পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
  • ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দু্ই ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা রাজধানীর ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
  • এ ছাড়া “সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার” পদের পরীক্ষা হবে ২০ নভেম্বর
  • সহকারী ব্যবস্থাপক (টেকনিক্যাল) পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর।

প্রবেশ পত্র ডাউনলোডের নিয়ম:

আবেদনকারীরা ৯ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।