বাংলাদেশ ব্যাংকে চাকরির পরীক্ষায় প্রশ্ন জালিয়াতিকারি চক্র গ্রেপ্তার

Shamima

Career Consultant and Blog Writer.

বাংলাদেশ ব্যাংকে চাকরির পরীক্ষায় প্রশ্ন জালিয়াতিকারি চক্র গ্রেপ্তার করেছে পুলিশ। এ প্রসঙ্গে আজ বুধবার বিকেল ৩ টায় ডিএমপি’র মিডিয়া সেন্টারে ব্রিফিং করবেন অতিরিক্ত ”পুলিশ কমিশনার”(গোয়েন্দা)।

বাংলাদেশ ব্যাংকে চাকরির পরীক্ষায় প্রশ্ন জালিয়াতিকারি চক্র গ্রেপ্তার বিষয়ে বিস্তারিত বিবরণঃ

  • বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় ৫ ব্যাংকের ”অফিসার”(ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে।
  • পরীক্ষার্থীদের দাবি, প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে।
  • তবে বাংলাদেশ ব্যাংক কতৃপক্ষ বলেছে, প্রশ্নপত্র ফাঁস হয়নি। গত শনিবার বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ১ হাজার ৫১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন মোট ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী।
  • একাধিক প্রার্থীর দাবি যে, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১০০টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া গিয়েছে।
  • ফেসবুকে উত্তরপত্র ছড়ানোর ঘটনায় চাকরিপ্রার্থীরা প্রশ্ন তুলছেন যে, পরীক্ষা ৪ টার সময় শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০০টি প্রশ্নের ‘সঠিক উত্তর’ ফেসবুকে পাওয়া মোটেও সম্ভব নয়।
  • তবে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির বলেন, ‘পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে ৫৬ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছে।
  • প্রশ্ন ফাঁস হওয়ার কোনো ঘটনা আমাদের নজরে পড়েনি।
  • এমন কিছু হলে পরীক্ষার আগেই তা শোনা যেত।