Publication of General Insurance Corporation MCQ Exam schedule: সাধারণ বীমা কর্পোরেশনের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সাধারণ বীমা করপোরেশনের “অফিস সহায়ক” (এমএলএসএস) পদের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আজ শনিবার পত্রিকায় এক বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
সাধারণ বীমা কর্পোরেশনের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ বিজ্ঞপ্তি তে উল্লেখিত বিস্তারিত তথ্যঃ
- বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”অফিস সহায়ক” (এমএলএসএস) পদের এমসিকিউ পরীক্ষা আগামী ২৭ নভেম্বর বেলা ৩ টা থেকে অনুষ্ঠিত হবে। রাজধানীর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পদে মোট ১৯ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
- অনলাইনে আবেদনকারী প্রার্থীরা (http://sbc.teletalk.com.bd/admitcard/index.php) এ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
- প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২১ নভেম্বর ২০২১ পর্যন্ত।
- প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র–সংক্রান্ত কোনো সমস্যা হলে কর্পোরেশনের প্রধান কার্যালয়ের ”মানবসম্পদ” বিভাগে যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।