বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়ের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ | Publication of MCQ examination schedule of Bangladesh Bar Council office

Publication of MCQ examination schedule of Bangladesh Bar Council office: বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়ের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। উক্ত কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, আগামী ১৭ জুন ২০২২ বার কাউন্সিলের এনরোলমেন্ট (আইনজীবী হিসেবে তালিকাভুক্তি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বার কাউন্সিল এর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।

বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়ের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ বিস্তারিত তথ্য নিম্নরূপঃ

সময়সূচি অনুযায়ী, আগামী ১৭ জুন ২০২২ বার কাউন্সিলের এনরোলমেন্ট (আইনজীবী হিসেবে তালিকাভুক্তি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে, বার কাউন্সিলের বিগত স্মারক নংবিবিসি/এনরােল/২০২২/৯২৭, তারিখঃ ২৪-০৩-২০২২ ইং এবং স্মারক নং-বিবিসি/এনরােল/২০২২/১০৭৬, তারিখ ১২০৪-২০২২ ইং, মূলে ঘােষিত বিজ্ঞপ্তি অনুযায়ী এনরােলমেন্ট এম.সি.কিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম ইতমধ্যে সমাপ্ত হয়েছে। আগামী ১৭-০৬-২০২২ ইং রােজ শুক্রবার বার কাউন্সিল এনরােলমেন্ট এম.সি.কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(Publication of MCQ examination schedule of Bangladesh Bar Council office) প্রবেশপত্র বিষয়ক তথ্যঃ

অনলাইনে অ্যাডমিট কার্ড সংগ্রহের সময়সূচী এবং পরীক্ষার ভেন্যু ও সময়সহ বিস্তারিত অন্যান্য তথ্য পরবর্তীতে যথাসময়ে জানানাে হবে।

পরীক্ষা সংক্রান্ত সকল বিপ্তপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে। উল্লেখ্য, অনিবার্য যে কোনাে পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষন করেন।

বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়ের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ বিস্তারিত বিজ্ঞপ্তি তে দেখুনঃ

বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়ের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ

Leave a Comment