Publication of written examination schedule for two posts of General Insurance Corporation: সাধারণ বীমা কর্পোরেশনের দুই পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। সাধারণ বীমা কর্পোরেশনের আইটি–সংক্রান্ত ’সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ও কন্ট্রোল অপারেটর’ পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। সাধারণ বীমার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
সাধারণ বীমা কর্পোরেশনের দুই পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ সংক্রান্ত বিস্তারিত তথ্যবলীঃ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দুই পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৭ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। কর্পোরেশনের প্রধান কার্যালয়ের ট্রেনিং সেন্টারে (৪র্থ তলা) এ পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার স্থানঃ
ঠিকানা হলোঃ সাধারণ বীমা কর্পোরেশন, প্রধান কার্যালয়, ৩৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা-১০০০।
লিখিত পরীক্ষার ফলাফল একই দিনই সন্ধ্যায় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অ্যাপ্টিটিউট টেস্ট ও মৌখিক পরীক্ষা পরের দিন, অর্থাৎ ৮ জানুয়ারি সংস্থার প্রধান কার্যালয়ের বোর্ড কক্ষে অনুষ্ঠিত হবে। অ্যাপ্টিটিউট টেস্ট ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।