Publication of written examination schedule of Food Department: খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। খাদ্য অধিদপ্তরের নন-গেজেটেড উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। ২২ ডিসেম্বর ২০২১ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, শিক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি সহ সকল প্রকার খবর সবার আগে পড়তে আমাদের ওয়েব সাইট circularall.com ভিজিট করুন।
খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিস্তারিতঃ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ’উচ্চমান সহকারী’ পদের এমসিকিউ/লিখিত পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২১ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীরা ২১-৩০ ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্রের অব্যশই রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
জটিলতা এড়াতে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সঙ্গে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।